শতবর্ষ পেরিয়ে আসা ইস্ট বেঙ্গল ক্লাবের পুরুষ ফুটবল দল যখন দীর্ঘদিন সাফল্যের সড়কের বাইরে, ঠিক তখনই লাল হলুদ সমর্থকদের গর্বিত করে চলেছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। প্রথমে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন, তারপর মহিলাদের আই লিগে ভালো ফলাফলের পর দুরন্ত খেলে আইএফএ শিল্ড জিতে নিয়েছেন লাল হলুদের মেয়েরা৷ সেই ট্রফি ক্লাবে নিয়ে এসে ঐতিহ্যমণ্ডিত লাল হলুদ পতাকা উত্তোলন করেছেন তাঁরা। ইস্টবেঙ্গলের অফিসিয়াল সোস্যাল মিডিয়ে পেজে সেই ভিডিও দেখে আপ্লুত সমর্থকেরা।
ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচ ইন্দ্রাণী সরকার জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েদের নিয়ে এসে তৈরি হয়েছে দল। বাংলার মেয়েরা যেমন আছেন, তেমনই আছেন উত্তর পূর্ব বা পশ্চিম ভারতের মেয়েরাও। জাতীয় পর্যায়ে সাফল্য পেতে হাঁটতে হবে আরও অনেকখানি পথ৷ কিন্তু এ কথা বলাই যায় যে, শতবর্ষ পেরনো ক্লাবে আশার মশাল জ্বালছেন মহিলা ফুটবলাররা।