অগস্ট পড়তে না পড়তেই একের পর এক চমক ইস্টবেঙ্গল (SC East Bengal) শিবিরে! সরকারিভাবে মাসের শুরুতেই ইমামির সঙ্গে চুক্তিপত্রে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। তারপরের দিনই একসঙ্গে ১৩জন ভারতীয় ফুটবলারকে সই করিয়ে চমক দিয়েছিল লাল হলুদ (SC East Bengal signed new footballers)। এবার আরও তিন ফুটবলার, কমলজিৎ সিংহ (Kamaljit Singh), সুমিত পাসি (Sumit Passi) ও লালচুঙ্গনুঙ্গাকে কে চুক্তিবদ্ধ করা হল। এই তিন ফুটবলারকে সই করার কথা ইমামি ইস্টবেঙ্গলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে।
আরও পড়ুন: পুরনো চোটই ভোগাচ্ছে, এশিয়া কাপের পর বিশ্বকাপেও অনিশ্চিত জসপ্রিত বুমরা
এর আগে গোলকিপার হিসাবে নর্থইস্ট ইউনাইটেড (North-east united) থেকে অভিজ্ঞ গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরিকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। এবার শুভাশিসের সঙ্গেই গোলকিপিং বিভাগে এলেন কমলজিৎ সিং।
গত দুই মরশুম ধরেই ওড়িশা এফসির (Odisha FC) হয়ে খেলেছেন কমলজিৎ। ফেডারেশনের একাডেমি থেকে উত্থান। আইলিগে (I league) প্ৰথম আবির্ভাব স্পোর্টিং ক্লাব গোয়ার হয়ে। তারপরে মিনার্ভা পাঞ্জাবের হয়ে খেলার পরে শেষমেশ আইএসএলে আত্মপ্রকাশ পুণে সিটি এফসির হয়ে। দু-বছর পুনেতে খেলার পরে কমলজিৎ সই করেন হায়দরাবাদ এফসিতে। খেলেন এক মরসুম। যেখানে তিনি ক্যাপ্টেনও ছিলেন।