এই মুহূর্তে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে লাল-হলুদ। ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ওড়িশা রয়েছে ষষ্ঠ স্থানে। এই দুই দলের মুখোমুখি হওয়ার আগে কনস্ট্যান্টাইনের ছেলেদের মূল চিন্তা পয়েন্টের এই বড় ব্যবধান। তবে, তার সঙ্গে এটিও ঠিক যে, ওড়িশার বিরুদ্ধে শনিবারের ম্যাচে জয় পেলে প্রথম ছয়ের দৌড়ে প্রবল ভাবে ঢুকে পড়বে লাল-হলুদ। দু’মাস আগে ঘরের মাঠে ২-০ এগিয়ে থেকেও ২-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল ইস্টবেঙ্গল। অন্যদিকে আবার যদিও দলের পরিস্থিতি এখন অনেকটাই পাল্টেছে। শেষ চার ম্যাচেই ওড়িশার কাছে জয় অধরা। এই সুযোগটাই নিতে চাইছে ইস্টবেঙ্গল শিবির।
চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ কিরিয়াকু। ওড়িশার বিরুদ্ধে সাইপ্রাসের ফুটবলারকে শুরু থেকে খেলাবেন কী না, তা ম্যাচের দিনই ঠিক করবেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। অন্যদিকে, মরিসিও, রডরিগেজদের রোখার ছক কষে রেখেছেন কনস্ট্যান্টাইন।
সব মিলিয়ে, শনিবার ভুবনেশ্বরে ওড়িশার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের সামনে ইস্টবেঙ্গল।