রাত পোহালেই মহারণ। ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের ডার্বিতে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। বড় ম্যাচের আগে টিকিট পাওয়াকে কেন্দ্র করে টানাপোড়েন শুরু হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব এবং তাদের ইনভেস্টর ইমামির মধ্যে। তবে শেষ লগ্নে সেই সমস্যা খানিকটা মেটার ইঙ্গিত মিলেছে। ক্লাব সদস্যদের জন্য কিছু টিকিট পাঠিয়েছে ইমামি। শুক্রবার দুপুর দুটো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, যতক্ষণ টিকিট থাকবে, ইস্টবেঙ্গল ক্লাব থেকে সদস্যদের এই টিকিট দেওয়া হবে।
লাল হলুদ কর্তাদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় অনেক কম টিকিট পাঠিয়েছিল ইমামি। তাই টিকিট ফেরত পাঠিয়ে দিয়েছিলেন তাঁরা।
SSC Scam: নিজস্ব এজেন্টদের মাধ্যমে টাকা তুলতেন কুন্তল, হদিশ মিলল ৮ কোটি টাকার
ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, তাঁরা শুধুমাত্র ক্লাবের সদস্যদের টিকিট নিয়েছেন। কিন্তু তার বাইরেও প্রাক্তন ফুটবলার, ভিআইপি, ভিভিআইপি, ক্লাব কর্তা সহ অনেককেই টিকিট দিতে হয়। কিন্তু সেই টিকিট ইস্টবেঙ্গল তোলেনি। দেবব্রত সরকারের অভিযোগ, ডার্বিতে ক্লাব যে সংখ্যক টিকিট পেয়ে থাকে, তার থেকে অনেক কম টিকিট দিয়েছে ইমামি। তা ছাড়া ম্যাচ নিয়ে ক্লাবের সঙ্গে কোনও আলোচনাই করেনি ইনভেস্টর। কোন গেট দিয়ে কারা ঢুকবেন, টিকিট কবে কী ভাবে দেওয়া হবে- কোনও কিছু নিয়েই আলোচনা হয়নি।