বেশ কিছুটা সুস্থ হয়ে উঠেছেন ঋষভ পন্থ (Rishabh Pant )। কিন্তু এখনও তাঁর শরীরের বিভিন্ন জায়গায় এমআরআই (MRI) করা সম্ভব হয়নি। যার ফলে, তাঁর চোটের বর্তমান অবস্থা সম্বন্ধে জানা যাচ্ছে না।
সোমবার পন্থকে আইসিইউ (ICU) থেকে আলাদা কেবিনে রাখা হয়। হাসপাতাল সূত্রের খবর, আলাদা কেবিনে দেওয়ার পর থেকেই পন্থের (Rishabh Pant ) শারীরিক যন্ত্রণা বেড়েছে। শরীরের বিভিন্ন অংশ ফুলে গিয়েছে। সেই কারণেই এখনও এই ভারতীয় ক্রিকেটারের হাঁটু, গোড়ালি-সহ বিভিন্ন জায়গা এমআরআই করা যায়নি।
ইতিমধ্যেই, হ্যামস্ট্রিং-এর চিকিৎসার জন্য পন্থকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই। সেক্ষেত্রে তাঁর চোট কতটা গুরুতর এবং তা কী পরিস্থিতিতে রয়েছে, সেটা জানা প্রয়োজন। কিন্তু এমআরআই করা সম্ভব হয়নি বলে এই বিষয়ে পদক্ষেপ করা যাচ্ছে না।
আরও পড়ুন- ঘরের মাঠে বুম-বুম, শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিরছেন বুমরা
শুক্রবার গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্থ। উত্তরাখণ্ড থেকে দিল্লি আসার পথে দুর্ঘটনা ঘটে। রুরকির নারশান সীমান্তে দিল্লি-দেরাদুন হাইওয়েতে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা মারেন ঋষভ পন্থের বিএমডব্লিউ গাড়ি। গাড়িতে আগুন লেগে যায়। জানলার কাচ ভেঙে বেরোতে হয় তাঁকে।