Ind vs Ban: প্রথম টেস্টে দারুণ জয় টিম ইন্ডিয়া, ম্যাচে তৈরি হল বহু নজির, জেনে নিন কারা গড়লেন ইতিহাস

Updated : Sep 24, 2024 15:21
|
Editorji News Desk

চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সহজ জয় পেল টিম ইন্ডিয়া। ২৮০ রানে বাংলাদেশকে হেলায় হারিয়ে দিল রোহিত অ্যান্ড কোং। এই জয়ের মাধ্যমে বেশ কয়েকটি ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শ করে ফেলল টিম ইন্ডিয়া। দেখে নেওয়া যাক ঠিক কোন কোন মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারতীয় দল।

ভারতের টেস্ট জয়ের সংখ্যা:

এই বড় জয়ের ফলে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন নজির গড়ল টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত টেস্টে ভারত পরাজিত হয়েছে ১৭৮টি ম্যাচে। জয় পেয়েছে ১৭৯টি ম্যাচে। 

ধোনিকে স্পর্শ করলেন পন্থ:

টেস্ট ক্রিকেটে দারুণভাবে ফিরে এলেন ভারতীয় ব্যাটিং-এর অন্যতম স্তম্ভ ঋষভ পন্থ। টেস্টে ষষ্ঠ শতরানের পর মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন তিনি। এই মুহূর্তে, টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি শতরান করার রেকর্ড যে ভারতীয় উইকেটকিপারের দখলে, তিনি ঋষভ পন্থ। আর, এই নজির স্পর্শ করতে পন্থ নিলেন মাত্র ৩৪টি টেস্ট!

৪০০ উইকেট ক্লাবে বুমরাহ:

এই টেস্টেই ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে ৪০০ আন্তর্জাতিক উইকেট পেলেন যশপ্রীত বুমরাহ। টেস্টে তাঁর মোট উইকেটের সংখ্যা ১৬৪টি। ওয়ানডেতে ১৪৯টি এবং ৮৯টি উইকেট নিয়েছেন বুমরাহ টি-টোয়েন্টিতে। মোট ২২৭ ইনিংসে বল করে এই শিখর স্পর্শ করলেন বুমরাহ।

হাসান মাহমুদের নজির:

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট নেওয়ার অনন্য নজির গড়লেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। 

অশ্বিন-জাদেজার বড় মাইলস্টোন:

সপ্তম উইকেটে ১৯৯ রানের পাহাড়প্রমাণ পার্টনারশিপ গড়লেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। চেন্নাইতে সপ্তম উইকেটে কোনও ভারতীয় ব্যাটার-জুটির সর্বোচ্চ রান এটি।

ইতিহাস গড়লেন রবিচন্দ্রন অশ্বিন: 

টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি ইনিংসে সবথেকে বেশি পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। টপকে গেলেন প্রয়াত শেন ওয়ার্নকে।

INDIA

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও