আগামী ২৮ অক্টোবর লক্ষ্মী পুজোর দিন ISL-এ ডার্বি হওয়ার কথা ছিল। কিন্তু ঐদিন পুজো পড়ে যাওয়ায় সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সে কথা মাথায় রেখেই ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যদিও এর পরিবর্তে কবে কলকাতা ডার্বি হবে সেই বিষয়ে কিছুই জানানো হয়নি।
Jawan-Kafeel Khan: গোরক্ষপুরের 'অন্যায়ের' জবাব জওয়ানে, শাহরুখকে ধন্যবাদ চিকিৎসক কাফিল খানের
এছাড়াও আরেকটি ম্যাচের সময় বদলেছে। দুর্গাপুজোর সপ্তমীর দিন অর্থাৎ ২১ তারিখ ইস্টবেঙ্গল ও এফসি গোয়ার একটি ম্যাচ ছিল কলকাতায়, ম্যাচটির জায়গা পরিবর্তন করে ভুবনেশ্বরে সরানো হয়েছে।