এখনই গ্রেফতার করা যাবে না ভারতীয় কুস্তি সংস্থার সর্বময় কর্তা ব্রিজভূষণ সিং শরণকে। দিল্লি পুলিশের একটি সূত্রকে উদ্ধৃত করে এই দাবি সংবাদসংস্থা এএনআইয়ের। সংবাদসংস্থার কাছে ওই সূত্রে দাবি করা হয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার যে অভিযোগ উঠছে, তার যথেষ্ট প্রমাণ পুলিশের হাতে নেই। এই পরিস্থিতিতে এবার দিল্লিতে আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় বক্সার বিজেন্দ্র সিং।
দিল্লি পুলিশের এই দাবির পরেই উঠছে প্রশ্ন। কারণ, ব্রিজ ভূষণ হরিয়ানা থেকে বিজেপির জনপ্রতিনিধিও। তাই কী তাঁকে গ্রেফতার করতে ভয় পাচ্ছে পুলিশ ? এই প্রশ্নের মধ্যেই ব্রিজ ভূষণের ফের দাবি তিনি নির্দোষ। তাঁর দোষ প্রমাণ হলে তাঁকে ফাঁসি দেওয়া হোক বলেও দাবি করেছেন কুস্তির কর্তা। এদিন আন্দোলনকারীদের খোঁচা দিয়ে ব্রিজ ভূষণের অভিযোগ, গঙ্গায় পদক ভাসাতে গিয়ে কৃষকদের হাতে তা তুলে দেওয়া হল।
এই পরিস্থিতিতে চ্যাম্পিয়নদের পাশে দাঁড়িয়ে ভারতীয় বক্সার বিজেন্দ্র সিংয়ের দাবি, যা হচ্ছে তা দেশের ক্রীড়ার ছবি বেশ ভাল ভাবেই প্রভাবিত করছে। বিজেন্দ্রর দাবি, দোষীর শাস্তি হওয়া উচিত।