উইমেন্স প্রিমিয়ার লিগের শুরুতেই মহা বিপর্যয়ের মুখে পড়ল আরসিবি। দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেল ৬০ রানে। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র ২৯ রানে ৫ উইকেট তুলে নিলেন তারা নরিস। আর তার ফলেই মেরুদণ্ড ভেঙে গেল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ব্যাটিং লাইন আপের। ব্যাঙ্গালোরের হয়ে সর্বোচ্চ রান করেন স্মৃতিই। ২৩ বলে ৩৫। এর আগে ব্রেবোর্ন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছিল ব্যাঙ্গালোর। কিন্তু, তাতে তেমন কোনও সুবিধা হয়নি তাঁদের। শেফালি বর্মা ও মেগ ল্যানিং-এর দাপুটে ব্যাটিং-এর সুবাদে মাত্র ২ উইকেট হারিয়ে ২০ ওভারে ২২৩ রান তুলে ফেলে দিল্লি ক্যাপিটালস।
সমালোচকদের যোগ্য জবাব দিলেন দিল্লির ওপেনিং ব্যাটার শেফালি বর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে মাত্র ৪৩ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস এল তাঁর ব্যাট থেকে।
অন্যদিকে, বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকলেও ডব্লিউপিএলের শুরুটা ভাল হল না বাংলার রিচা ঘোষের। মাত্র ২ রান করে আউট হয়ে যান তিনি।