শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টেই নয়, একদিনের ক্রিকেটেও বল হাতে ভেল্কি দেখালেন বাংলার দীপ্তি শর্মা। মূলত তাঁর বলের দাপটেই ২৫৮ রানে গুটিয়ে গেল অজিদের ইনিংস। সাদা বল হাতে রেকর্ডও করলেন দীপ্তি। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে ৫ উইকেট নিলেন তিনি। এর আগে ভারতের মহিলা দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নুশিন আল খাদির। অ্যাডিলেডে ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। সেটি ছিল ২০০৬ সাল। ১৭ বছর পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। সুতরাং সিরিজে টিকে থাকতে হলে আজকে জিততেই হবে হরমনপ্রীতদের। হারলেই ফসকাবে সিরিজ।