শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মুখোমুখি হচ্ছে ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কোভিডে জর্জরিত হওয়ার পরেও বুধবারের ম্যাচে পাঞ্জাব কিংসকে রীতিমতো পর্যুদস্ত করে দিয়ে ৯ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals beat Punjab Kings by 9 wickets)। ৫৭ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে যায় তারা। দিল্লি দলের সদস্যরা কোভিডে আক্রান্ত হওয়ার পরেই ওই ম্যাচটি পুনে থেকে মুম্বইতে (IPL 2022) সরিয়ে দেওয়া হয়েছিল। রাজস্থান ম্যাচেও পরিস্থিতির কোনও বদল হচ্ছে না।
আরও পড়ুন: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অ্যাক্রোপলিস মলের সামনে থেকে অপহৃত ব্যবসায়ী, গ্রেফতার অভিযুক্তরা
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের (RR beat KKR) বিরুদ্ধে দারুণ জয় পেয়ে রীতিমতো তেতে রয়েছে রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত ৬'টি ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ৪'টিতে। সামনে বেশ কয়েকটি কঠিন ম্যাচ থাকলেও সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে বদ্ধপরিকর রাজস্থান।
দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals Covid) দলে কয়েকজন সাপোর্ট স্টাফের সঙ্গেই কোভিডে আক্রান্ত হয়েছেন টিম সেফার্ট। কোভিডের কারণে মিচেল মার্শকে সরিয়ে তাঁর জায়গায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দলে নেওয়া হয়েছিল সরফরাজ খানকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও এর অন্যথা হবে না বলেই খবর। প্রথম এগারোতেই থাকছেন সরফরাজ।
অপরদিকে, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) তাদের আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সঙ্গে দলে তিনটি গুরুত্বপূর্ণ বদল এনেছিল। জেমস নিশাম, কুলদীপ সেন ও রাসি ভ্যান ডার ডুসেনের বদলে দলে এসেছিলেন করুন নায়ার, ওবেদ ম্যাকয় ও ট্রেন্ট বোল্ট। তার ফলও পেয়েছিল রাজস্থান। দিল্লির বিরুদ্ধেও প্রথম এগারোয় কোনও বদল আনবে না টিম ম্যানেজমেন্ট, এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল।