IPL 2022: শুক্রবার ওয়াংখেড়েতে দিল্লি বনাম রাজস্থান, শেষ ম্যাচে জিতে ফুটছে দুই দল

Updated : Apr 21, 2022 19:11
|
Editorji News Desk

শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মুখোমুখি হচ্ছে ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কোভিডে জর্জরিত হওয়ার পরেও বুধবারের ম্যাচে পাঞ্জাব কিংসকে রীতিমতো পর্যুদস্ত করে দিয়ে ৯ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals beat Punjab Kings by 9 wickets)। ৫৭ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে যায় তারা। দিল্লি দলের সদস্যরা কোভিডে আক্রান্ত হওয়ার পরেই ওই ম্যাচটি পুনে থেকে মুম্বইতে (IPL 2022) সরিয়ে দেওয়া হয়েছিল। রাজস্থান ম্যাচেও পরিস্থিতির কোনও বদল হচ্ছে না।

আরও পড়ুন: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অ্যাক্রোপলিস মলের সামনে থেকে অপহৃত ব্যবসায়ী, গ্রেফতার অভিযুক্তরা

অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের (RR beat KKR) বিরুদ্ধে দারুণ জয় পেয়ে রীতিমতো তেতে রয়েছে রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত ৬'টি ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ৪'টিতে। সামনে বেশ কয়েকটি কঠিন ম্যাচ থাকলেও সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে বদ্ধপরিকর রাজস্থান।

দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals Covid) দলে কয়েকজন সাপোর্ট স্টাফের সঙ্গেই কোভিডে আক্রান্ত হয়েছেন টিম সেফার্ট। কোভিডের কারণে মিচেল মার্শকে সরিয়ে তাঁর জায়গায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দলে নেওয়া হয়েছিল সরফরাজ খানকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও এর অন্যথা হবে না বলেই খবর। প্রথম এগারোতেই থাকছেন সরফরাজ।

অপরদিকে, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) তাদের আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সঙ্গে দলে তিনটি গুরুত্বপূর্ণ বদল এনেছিল। জেমস নিশাম, কুলদীপ সেন ও রাসি ভ্যান ডার ডুসেনের বদলে দলে এসেছিলেন করুন নায়ার, ওবেদ ম্যাকয় ও ট্রেন্ট বোল্ট। তার ফলও পেয়েছিল রাজস্থান। দিল্লির বিরুদ্ধেও প্রথম এগারোয় কোনও বদল আনবে না টিম ম্যানেজমেন্ট, এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল।

DCIPL 2022Rajasthan Royals

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও