শনিবার আইপিএলের (IPL 2022) অপর একটি ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) সন্ধে সাড়ে সাতটার সময় আয়োজিত হবে এই ম্যাচটি। এর আগের ম্যাচে দিল্লি হারিয়ে দিয়েছিল কলকাতাকে। অপরদিকে, আরসিবিকে (RCB) হারিয়ে চলতি আইপিএলে তাদের প্রথম জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
কেকেআরের (KKR) বিরুদ্ধে গোটা ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। পৃথ্বী শ আর ডেভিড ওয়ার্নারের অসামান্য ব্যাটিং-এর দৌলতে প্রথমে ব্যাট করে দিল্লি তোলে ২১৫ রান।
আরও পড়ুন: এবারও কোভিডের থাবা আইপিএলে, আক্রান্ত দিল্লি ক্যাপিটালস টিমের ফিজিও
চমৎকার ব্য়াট করেছিলেন তাদের টেল-এন্ডাররাও। বল করতে এসে প্রাক্তন দল কেকেআরের (KKR) মেরুদণ্ড ভেঙে দেন কুলদীপ যাদব। গোটা ম্যাচ জুড়ে যে জাদুকরী পারফরম্যান্সের ঝলক দেখিয়েছিল দিল্লি, আরসিবি'র বিরুদ্ধেও সেটি তারা বজায় রাখবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।
অন্যদিকে, ফাফ দু'প্লেসির নেতৃত্বাধীন আরসিবি (RCB) এই মুহূর্তে খুব ভাল জায়গায় নেই। চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে তারা মাথাই তুলতে পারেনি। পারিবারিক সমস্যার কারণে হর্ষল প্যাটেলের ওই ম্যাচে না খেলাও আরসিবি'র জন্য এক বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। ব্যাটে-বলে ব্যর্থ আরসিবি দারুণ জয় পেয়ে টগবগ করতে থাকা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেমনভাবে জ্বলে ওঠে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।