ফের হারল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হেরে গেল শ্রেয়স আইয়ারের দল। এই নিয়ে চলতি আইপিএলে টানা পাঁচ ম্যাচে হারল তারা। যার ফলে ইডেনে প্লে-অফে খেলার স্বপ্ন বড় চ্যালেঞ্জের মুখে পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ওয়াংখেড়েতে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ঋষভ পন্থ। ওপেনিং নিয়ে সমস্যা চলছে কলকাতার। অ্যারন ফিঞ্চকে দলে ফেরত এনে সেটাই ঢাকার চেষ্টা করেছিলেন শ্রেয়স আইয়াররা। কিন্তু মাত্র তিন রান করলেন ফিঞ্চ। তাঁর সঙ্গী বেঙ্কটেশ আইয়ার ফিরলেন ছয় রান করে। চেতন সাকারিয়া এবং অক্ষর পটেলের বলে শুরুতেই ধাক্কা খেল কেকেআর
দুই ওপেনার ফিরতে দিল্লির হয়ে বল করতে এলেন কুলদীপ যাদব। আজকের ম্যাচেও বজায় ছিল তাঁর দারুণ ফর্ম। এই প্রাক্তন নাইটের হাতেই গত বারের ম্যাচে কলকাতার পতন হয়েছিল। বৃহস্পতিবারও ব্যতিক্রম হল না। ৩ ওভার বল করে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিলেন কুলদীপ। ফিরিয়ে দিলেন বাবা ইন্দ্রজিৎ এবং সুনীল নারিনকে। আন্দ্রে রাসেল এবং শ্রেয়স আইয়ারের মূল্যবান উইকেটও নেন তিনিই।
১৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান পৃথ্বী শ। তাঁর উইকেট নেন উমেশ যাদব। দিল্লির হয়ে ডেভিড ওয়ার্নার এবং ললিত যাদবের জুটি দলকে লড়াইয়ে রেখে দেয়। উমেশ এবং সুনীল নারিন পর পর তিন উইকেট নিয়ে কলকাতাকে ম্যাচে ফিরিয়ে আনলেও শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি। রভমান পাওয়েল এবং অক্ষর পটেল দলকে জয়ের কাছে নিয়ে যান। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জেতান পাওয়েল।