ভারতে (India) এসে ভারতকে হারানোর ইচ্ছাপ্রকাশ করলেন অস্ট্রেলিয়ার (Australia) বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)।
৩৫ বছর বয়সী এই অজি (Aussie) ক্রিকেটার বলেন, “ভারতে গিয়ে ভারতকে হারানোর মজাই আলাদা। সেটা করতে পারলে আমাদের পক্ষে তার থেকে ভাল আর কিছুই হতে পারে না”।
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার ভারত সফর করার কথা রয়েছে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ডেভিড ওয়ার্নারকে এর আগেই আইপিএলে (IPL) তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদের (SRH) অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অ্যাশেজের ইংল্যান্ডকে ধরাশায়ী করে অস্ট্রেলিয়ার জয়ের নেপথ্যেও ছিল এই প্রতিভাবান ক্রিকেটারের ভূমিকা।