IPL 2022, CSK vs PBKS preview: রাজায় রাজায় যুদ্ধ, সোমবার ব্রেবোর্নে মুখোমুখি পাঞ্জাব ও চেন্নাই

Updated : Apr 24, 2022 19:36
|
Editorji News Desk

সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের (IPL 2022) ৩৮-তম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। রাজায় রাজায় এই যুদ্ধে জয়ী হবে কে, তা নিয়ে উৎসাহের সীমা নেই অনুরাগীদের মধ্যে। এই মুহূর্তে আইপিএলের (IPL 2022) লিগ টেবিলে নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। মাত্র ৪ পয়েন্ট পেয়েছে তারা। খুব ভাল অবস্থায় নেই পাঞ্জাব কিংসও। ৬ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের থেকে ঠিক একধাপ উপরে তাদের অবস্থান। প্ল-অফে যেতে গেলে এই দুই দলকেই এখন পরপর বেশ কয়েকটি ম্যাচ (PBKS vs CSK) জিততে হবে।

মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে দারুণ জয় পেয়ে টগবগ করে ফুটছে চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে ধোনি ধামাকায় ম্যাচ বের করে নেয় চেন্নাই। ওই ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স করেছিল চেন্নাই (Chennai Super Kings)। একমাত্র, ফিল্ডিং নিয়েই চিন্তা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

আরও পড়ুন: 'ভারতীয় দলে কামব্যাক করাটা ফোকাস নয়', বললেন হার্দিক পান্ডিয়া

শেষ ম্যাচে একা অধিনায়ক রবীন্দ্র জাদেজাই (Ravindra Jadeja) দুটো ক্যাচ ছাড়েন। একটি সহজ স্ট্যাম্প মিস করেছিলেন ধোনি স্বয়ং। ওই ম্যাচে একাধিক ক্যাচ ফেলেছিল চেন্নাইয়ের ফিল্ডাররা। এই মুহূর্তে চেন্নাই সুপার কিংস এমন একটি অবস্থায় রয়েছে যেখান থেকে তাদের প্রতিটি ম্যাচেই জয়লাভ করতে হবে। 

অপরদিকে, আগের ম্যাচে কোভিডে ধুঁকতে থাকা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। ব্রেবোর্ন স্টেডিয়ামের সেই ম্যাচে মাত্র ১১৫ রানে অল আউট হয়ে যায় পাঞ্জাব। ম্যাচটি ৯ উইকেটে জিতে যায় দিল্লি।

ওয়াকিবহালমহলের মতে, জয়ের যে ধারা শুরু করেছিল পাঞ্জাব তা দিল্লি ম্যাচে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তাদের কাছেও এখন প্রতিটি ম্যাচেই জেতাটা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে এই ছবিটা পাল্টায় কি না, এখন সেটাই দেখার।

CSKpbksIPL 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও