এ যেন আইপিএলের (IPL 2022) 'এল ক্ল্যাসিকো'! রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)। মঙ্গলবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ দু'প্লেসি। চলতি আইপিএলে একটি ম্যাচও না জেতা সিএসকে ছিল মঙ্গলবারের ম্যাচের আন্ডারডগ। সেই দলের কাছেই ২৩ রানে হেরে গেল অন্যতম ফেভারিট আরসিবি।
ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে রেখেছিল চেন্নাই (CSK beat RCB by 23 runs)। মাত্র ১৯ রানে তাদের প্রথম উইকেট এবং ৩৬ রানে দ্বিতীয় উইকেট পড়ার পরে যখন আরসিবি অনুরাগীদের মনে আশার সঞ্চার হতে শুরু করেছে, সেই সময়েই জুটি বাঁধলেন রবীন উথাপ্পা (Robin Uthappa) এবং শিবম দুবে।
আরও পড়ুন: দুর্ধর্ষ জয় এটিকে মোহনবাগানের, ৫ গোলে হারাল শ্রীলঙ্কার ব্লু স্টার এসসি'কে
১৬৫ রানের পাহাড়প্রমাণ জুটি গড়ে দলের ২০১ রানে যখন রবীন উথাপ্পা আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন, ততক্ষণে সিএসকে সমর্থকদের মনে দারুণ আশার বীজটি বপন হয়ে গিয়েছে। এ বারের আইপিএলে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রানের জুটি। তাঁরা ভেঙে দিলেন বিরাট কোহলী এবং ফাফ দু'প্লেসির জুটিতে প্রথম ম্যাচে করা ১১৮ রানের রেকর্ড। আইপিএলের (IPL 2022) ইতিহাসে তৃতীয় উইকেটে এটাই সবচেয়ে বেশি রানের জুটি।
আরসিবি (Royal Challengers Bangalore) বোলারদের প্রতি চরম নির্দয় ছিলেন তিনি ও শিবম। তবে, সবথেকে বেশি তাণ্ডব চলে আকাশদীপের বলে। মাত্র ৪ ওভারে ৫৮ রান দেন তিনি। উথাপ্পা মারেন ৯'টি বিশাল ছক্কা। পিছিয়ে ছিলেন না শিবম দুবেও। ৮'টি ওভার বাউন্ডারি দিয়ে নিজের ইনিংসটি সাজান তিনি।
২১৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে কার্যত তেমন কোনও প্রতিরোধ গড়েই তুলতে পারেনি আরসিবি (RCB)। দীনেশ কার্তিক, প্রভুদেশাই আর শাহবাজ আহমেদ ছাড়া ৩০'এর গণ্ডি পেরোতে পারেননি আর কোনও ব্যাটসম্যানই। চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন মহীশ থিকশানা। ৪'টি মূল্যবান উইকেট তুলে নেন তিনি। ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করা প্রভুদেশাইকে ফেরান থিকশানা। শাহবাজের উইকেটটিও তুলে নেন তিনি। অধিনায়ক রবীন্দ্র জাদেজা নেন ৩'টি উইকেট।