রবিবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে আইপিএল ২০২২ (IPL 2022) এর ১১-তম ম্যাচে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংসের (PBKS)। আইপিএলের (IPL 2022) ইতিহাসে এই প্রথমবার মরসুমের শুরুতেই পরপর দুটি ম্যাচে পর্যুদস্ত হয়েছে চেন্নাই (CSK)। অন্যদিকে, আইপিএলের (IPL 2022) প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচেই কেকেআরের কাছে হেরে গিয়ে বিপাকে পাঞ্জাবও (PBKS)। দুই দলই রয়েছে পয়েন্ট টেবিলের তলায়। পাঞ্জাব রয়েছে সপ্তম স্থানে আর চেন্নাই রয়েছে অষ্টম স্থানে।
আরও পড়ুন: ওলা-উবারের ভাড়া নিয়ন্ত্রণে নতুন বিল আনছে রাজ্য
ধোনি (M.S Dhoni) সরে যাওয়ার পর বর্তমানে সিএসকে'র অধিনায়ক রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। কিন্তু, অধিনায়কত্ব বদলানোর পরেও তেমন ইতিবাচক কিছু এখনও পর্যন্ত মাঠে করে দেখাতে পারেনি চেন্নাই (Chennai Super Kings)। তা নিয়ে চিন্তায় রয়েছে ম্যানেজমেন্টও। রয়েছে একাধিক চোটের সমস্যা। অন্যদিকে, দীপক চাহারের অনুপস্থিতিও কপালে ভাঁজ ফেলেছে দলের ম্যানেজমেন্টের। যদিও, ক্রিস জর্ডন এবং শিভম দুবেকে পাঞ্জাবের সঙ্গে ম্যাচটিতে দল পাবে বলেই আশা।
কলকাতার কাছে হেরে এবার চেন্নাইকে (Chennai Super Kings) হারিয়ে লিগ টেবিলে উপরে ওঠার ব্যাপারে মরিয়া পাঞ্জাবও। প্রথম এগারোয় জন বেয়ারস্টো'র ফিরে আসা দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করা হচ্ছে। ময়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন পাঞ্জাব আপাতত টপ অর্ডার ব্যাটিং লাইন আপের রানে ফেরা নিয়ে চিন্তিত।