বিশ্বরেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এবার আর খেলার মাঠে নয়। এবার তিনি দাপট দেখালেন সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবে প্রোফাইল খুলেই সাবস্ক্রাইবার্সের সংখ্যায় নজির গড়লেন সিআরসেভেন।
ফেসবুক, ইন্সটা থাকলেও রোনাল্ডোর কোনও ইউটিউব চ্যানেল ছিল না। পর্তুগিজ তারকা বুধবার নিজের ইনস্টাগ্রামে জানান, এবার নয়া অবতারে সোশাল মিডিয়ায় ধরা দিতে চলেছেন তিনি।
এদিন জানান নিজের ইউটিউব চ্যানেল খুলছেন পর্তুগালের একমাত্র ইউরো কাপ জেতা অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর চ্যানেল খুলতেই স্রেফ ৯০ মিনিটে পেয়ে গেলেন ১ মিলিয়ন সাবস্ক্রাইবার্স! যা ইউটিউবের ইতিহাসে এই প্রথম।
এত কম সময় এই বিপুল পরিমাণ সাবস্ক্রাইবার্স বিশ্বরেকর্ডই বটে। এই ইতিহাস গড়ার সঙ্গে সঙ্গে রোনাল্ডো পেয়ে গিয়েছেন 'সোনা'র স্বীকৃতি। তাঁর বাড়িতে চলে এসেছে 'গোল্ডেন প্লে বাটন'। CR7 তা হাতে নিয়ে তাঁর সন্তানদের সঙ্গে হৃদয় ছুঁয়ে নেওয়া ভিডিয়ো শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়।
এখনও পর্যন্ত রোনাল্ডোর ইনস্টাগ্রামে ৬৩৬ মিলিয়ন, ফেসবুকে ১৭০ মিলিয়ন ও এক্স হ্য়ান্ডেলে ১১২.৫ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। যা বিশ্বের অন্য কোনও কনটেন্ট ক্রিয়েটারের নেই।