চার বছর আগে রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ খারিজ । মার্কিন মডেলের আনা ধর্ষণের অভিযোগ থেকে স্থায়ীভাবে নিষ্কৃতি পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। শুধু তাই নয়, ওই মডেল যাতে আর কোনওদিন রোনাল্ডোর বিরুদ্ধে কোনও মামলা না করতে পারে, সেই বিষয়টিও নিশ্চিত করেছে আদালত ।
২০১৮ সালে ঘটনার সূত্রপাত । সেইসময় রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন মার্কিন মডেল ক্যাথরিন মায়োরগা (Kathryn Mayorga)। তাঁর অভিযোগ,২০০৯ সালে লস ভেগাসে তাঁকে ধর্ষণ করেন রোনাল্ডো । ক্যাথরিনের দাবি, শারীরিক সম্পর্কের জন্য মোটা অঙ্কের টাকাও দিয়েছিলেন রোনাল্ডো । এই অভিযোগ জানিয়ে ওই মার্কিন মডেল মামলা দায়ের করেন আদালতে । যদিও এই অভিযোগ অস্বীকার করেন রোনাল্ডো ।
আরও পড়ুন, India Vs South Africa Preview : দিল্লির ক্ষত ভুলে কটকে আজ ভারতের ঘুরে দাঁড়ানোর ম্যাচ
এই মামলা চলাকালীন তদন্তে দেখা যায়, রোনাল্ডোর বিরুদ্ধে আনা অভিযোগ একেবারে ভিত্তিহীণ । এর কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি । এই মুহূর্তে মামলাটি চিরতরে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত । পরবর্তীকালে ওই মডেল চাইলেও রোনাল্ডোর বিরুদ্ধে কোনও মামলা করতে পারবে না ।
উল্লেখ্য, একটা সময় অর্থের বিনিময়ে মামলাটি মিটিয়ে নিতে চেয়েছিলেন ওই মডেল । ক্ষতিপূরণ বাবদ তিনি ৫৮০ কোটি টাকা বা প্রায় ৫৬ মিলিয়ন পাউন্ড দাবি করেন । সেই ক্ষতিপূরণ না দিয়ে রোনাল্ডো আইনি পথেই অভিযোগের মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন ।