শুক্রবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের (KKR VS SRH) । আর এদিনই কলকাতার হয়ে অভিষেক হতে পারে বাংলাদেশের উইকেট-রক্ষক ব্যাটার লিটন দাসের (Litton Das ) । তার আগে নেটমাধ্যমে বিশেষ বার্তা দিলেন তিনি । পয়লা বৈশাখের আগেই অর্থাৎ চৈত্র সংক্রান্তিতেই জানালেন বাংলার নতুন বছরের (Bengali New Year) জন্য শুভেচ্ছা ।
এদিন সকালে নেটমাধ্যমে লিটন লেখেন, "আশা করি অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বাংলা বছর আপনার জীবনে নতুন দিগন্ত বয়ে আনবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা । শুভ নববর্ষ ।" অ্যাডভান্স নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন লিটন । তাঁর এই পোস্টের কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অসংখ্য অনুরাগী ও ক্রিকেটপ্রেমীরা ।
আরও পড়ুন, IPL 2023: ঘরের মাঠে প্রতিপক্ষ হায়দরাবাদ, হ্যাট্রিকের লক্ষ্যে মরিয়া নাইট রাইডার্স
শাকিবের বদলি হিসাবে ইতিমধ্যেই কেকেআর দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ক্রিকেটার জেসন রয় । এই মরশুমে শুরু থেকেই শাকিব এবং লিটনকে নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল কলকাতা শিবিরে । শাকিব না এলেও, শেষ পর্যন্ত লিটন এসেছেন । আজই নাইটদের হয়ে খেলতে পারেন তিনি ।