শাকিবের পর এবার লিটন দাস । জানা গিয়েছে, বিশ্বকাপের মাঝেই দল ছেড়ে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশের ব্যাটার । কলকাতা থেকে দলের সঙ্গে দিল্লি যাননি । বরং, সোজা চলে গিয়েছেন ঢাকায় । কিন্তু কেন ? শাকিব যদিও পরে দলে যোগ দিয়েছিলেন, কিন্তু লিটন কি আর বিশ্বকাপের বাকি দু' টি ম্যাচ খেলবেন ?
বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-এ প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশ দলের ম্যানেজার জানিয়েছেন,পারিবারিক কারণে দেশে ফিরেছেন লিটন । তবে, দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার আগেই আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি ।
উল্লেখ্য, কলকাতায় পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশ গিয়েছিলেন শাকিব । বিশ্বকাপের মাঝে এভাবে দেশে ফিরে যাওয়ার বিষয়টি ভাল চোখে দেখেননি বাংলাদেশের সমর্থকরা । প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন । যদিও পরে জানা যায়, ছোটবেলার কোচ নাজমুল আবেদিনের কাছে ব্যাটিং নিয়ে পরামর্শ নিতে দেশে ফিরেছিলেন শাকিব ।