টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। এর মধ্যেই এক নতুন সফরের জন্য তৈরি টিম ইন্ডিয়া। এবার প্রতিপক্ষ জিম্বাবোয়ে। শনিবার অর্থাৎ আজ থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। শুভমন গিলের নেতৃত্বে মাঠে নামবে এই নতুন টিম ইন্ডিয়া।
এই সিরিজে মাঠে নামবে বিশ্বকাপের রিজার্ভে থাকা রিঙ্কু সিং এবং খলিল আহমেদরা। এছাড়াও বিশ্বকাপ স্কোয়াডে থাকা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও শিবম দুবেও রয়েছেন জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজের স্কোয়াডে। ২০১৬ সালের পর এই প্রথম ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবোয়ে।
রইল ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচি
টি-২০-র প্রথম শুরু ৬ জুলাই শনিবার। পাঁচ ম্যাচের প্রত্যেকটি ম্যাচই হবে হারারে। এরপর দ্বিতীয় টি-২০ ম্য্যাচ ৭ জুলাই, রবিবার। তৃতীয় টি-২০ ম্যাচ ১০ জুলাই, বুধবার। চতুর্থ টি-২০ ম্যাচ ১৩ জুলাই, শনিবার আর পঞ্চম টি-২০ ম্যাচ ১৪ জুলাই, রবিবার।