লেজেন্ড ক্রিকেট ট্রফির দ্বিতীয় মরশুমে নিউ ইয়র্ক সুপারস্টার্স স্টাইকার্সের অধিনায়ক ও আইকন প্লেয়ার যুবরাজ সিং। বাবর আজম, রশিদ খান, কাইরন পোলার্ড, ইমাম উল হক, নাসিম শাহদের সঙ্গে খেলবেন যুবরাজ।
বুধবার দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "যুবরাজ যোগ দিলে, দল সমৃদ্ধ হবে। তাঁর অভিজ্ঞতা, স্কিল, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দলকে এগিয়ে নিয়ে যাবে।"
লেজেন্ড ক্রিকেট টুর্নামেন্টটি ৯০ বলের ফরম্যাটে হয়। আগামী ৭-১৮ মার্চ শ্রীলঙ্কার ক্যান্ডিতে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রথম মরশুম গতবছর গাজিয়াবাদে হয় এই টুর্নামেন্ট।