মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তেমন বন্ধুত্ব ছিল না। জানালেন যুবরাজ সিং। মাহি-যুবি আবেগ নিয়ে দেশ তখন উত্তাল হয়েছিল। ২৮ বছর পর মাহির ছয়ে বিশ্বকাপ জেতে ভারত। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন যুবরাজ। ঘরের মাঠে বিশ্বকাপ চলাকালীনই নয়া বিতর্ক উসকে দিলেন যুবি। জানালেন, ভারতের হয়ে একসঙ্গে খেলার সুবাদে যা বন্ধুত্ব প্রয়োজন ছিল, সেটাই তাঁদের মধ্যে ছিল।
রবিবার একটি ভিডিয়োতে যুবি বলেন, তিনি ও মাহি কাছের বন্ধু ছিলেন না। একসঙ্গে দেশের জার্সিতে খেলার সুবাদেই বন্ধুত্ব। দুজনের লাইফস্টাইল একদমই আলাদা। তবে যুবি জানান, তাঁরা যখন মাঠে নামতেন, তখন দেশের জন্য ১০০ শতাংশের বেশি দিতেন। কিন্তু মাঠের বাইরে তেমন বন্ধুত্ব ছিল না।
আরও পড়ুন: জন্মদিনে ইডেনে হাফসেঞ্চুরি বিরাটের, হাফসেঞ্চুরি করলেন শ্রেয়সও
ধোনির অনেক আগে ভারতীয় দলে সুযোগ পান যুবি। দলে তাঁদের মতপার্থক্য হত, তাও স্বীকার করেন যুবরাজ। যুবি বলেন, ধোনি অধিনায়ক ছিলেন। তিনি সহ অধিনায়ক। ম্যাচে অনেক সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য হত। কিন্তু তা সব দলেই হয়ে থাকে বলে মত যুবির। বিশ্বকাপ ফাইনালে ব্যাটিং অর্ডার চেঞ্জ করে যুবির আগে ব্যাট করতে নামেন মাহি। ফাইনালে তাঁর ছয় মেরে খেলা শেষ করার স্টাইল,এখনও অমর স্মৃতি ক্রিকেটপ্রেমীদের মনে।