কেরালার তিরুঅনন্তপুরমে বিধ্বংসী ব্যাটিং ওপেনার যশস্বী জয়সওয়ালের। ১০ ওভারেই ১০০ রান তুলে ফেলল টিম ইন্ডিয়া। ২৫ বলে ৫৩ রান করে নাথান এলিসের ডেলিভারিতে ফিরেছেন যশস্বী। ক্রিজে রুতুরাজ গাইকোয়াড় ও ইশান কিষাণ।
যশস্বী একদিন থেকে আক্রমণে গেলেও গ্রিনফিল্ড স্টেডিয়ামে উইকেট বাঁচিয়েই খেলেন রুতুরাজ। যশস্বীর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ২টি ওভারবাউন্ডারি। প্রথম থেকেই এই পিচে বল ঘোরা শুরু হয়। যা ভারতীয় ক্রিকেটারদের জন্য ভাল ব্যাপার। দ্বিতীয় ইনিংসে শিশির না পড়লে, সুবিধা পাবে টিম ইন্ডিয়া।