ভারতীয় দলের কোচের দায়িত্ব নিচ্ছেন গৌতম গম্ভীর। তা প্রায় একপ্রকার নিশ্চিত। কিন্তু গম্ভীর শেষ পর্যন্ত কোচ হলে বিরাট কি T20 ক্রিকেটে ওপেন করবেন! গম্ভীর জানিয়ে দিলেন, ওপেনিংয়ে তাঁর পছন্দ যশস্বী জয়সওয়াল।
T20 বিশ্বকাপে এখনও সুযোগ পাননি যশস্বী জয়সওয়াল। অফ ফর্মে থাকা বিরাট বাংলাদেশ ম্যাচেও সুযোগ পেয়েছেন। গম্ভীরের মতে, এই প্রজন্মের সেরা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। গম্ভীর জানিয়েছেন, যশস্বী বাঁ-হাতি, ওপেন করেন। আগ্রাসী ক্রিকেট খেলতে পারে। ওর ভবিষ্যৎটা ভাল। আশা করি, ও যে রকম পরিশ্রম করে, সেটা করতে পারবেন। লম্বা রেসের ঘোড়া হতে গেলে, পরিশ্রম করা প্রয়োজন।
T20 বিশ্বকাপে যশস্বীকে প্রথম একাদশে রাখা নিয়ে সওয়াল করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট দানিশ কানেরিয়া। শিবম দুবেকে বাদ দেওয়ার প্রশ্নও বারবার উঠেছে। তাই তাঁর মতে, ভারতীয় দলে শিবমের পরিবর্তে যশস্বীকে খেলানো হোক।