অভিষেক টেস্টে ১৭১ রানে ফিরলেন যশস্বী জয়সওয়াল। প্রথম দিন খেলতে নেমেই সেঞ্চুরি পান যশস্বী। ১৪৩ রানে অপরাজিত ছিল। এদিন ব্যাট করতে নেমে সেই চেনা ছন্দেই দেখা গিয়েছিল তাঁকে। অভিষেক টেস্টে ১৫০ রানের গণ্ডিও পেরিয়ে যান তিনি।
আলজারি জোসেফের ডেলিভারিতে ফেরেন যশস্বী। রোহিত সেঞ্চুরি করে আগেই ফিরছেন। হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলিও। এদিন মাত্র ৬ রান করে আউট হন শুভমান গিল। ৩ রান করে ফেরেন অজিঙ্কা রাহানে। বিরাটের সঙ্গে ক্রিজে রবীন্দ্র জাদেজা।