অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়েছেন যশস্বী জয়সওয়াল। আর এই সাফল্যের পরেই বাবাকে ভিডিয়ো কল করে কেঁদে ফেলেছিলেন তিনি।
শতরান করার পর ভারতীয় সময় ভোর সাড়ে ৪টেয় ডমিনিকা থেকে বাবা ভূপেন্দ্র জয়সওয়ালকে ভিডিয়ো কল করেছিলেন তিনি। সেই সময় কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ধরে রাখতে পারেননি চোখের জল।
আরও পড়ুন - সাই কিশোরের দুর্ধর্ষ স্পেল, অলআউট ওয়েস্ট জোন, ১৪তম দলীপ ট্রফি জয় হনুমা বিহারীদের
এক সংবাদমাধ্যমকে ভূপেন্দ্র জানিয়েছেন, টেস্টের দ্বিতীয় দিন শতরানের পরে হোটেলে ফিরে যশস্বী তাঁকে ফোন করেছিলেন। ফোনে নিজেকে সামলাতে পারেননি ভারতের বাঁ হাতি ওপেনার। এরপর বাবাকে যশস্বী জিজ্ঞাসা করছিলেন, তিনি খুশি হয়েছেন কি না? উত্তরে ভূপেন্দ্র জানিয়েছেন, তিনি খুব খুশি।