ধর্মশালার পঞ্চম টেস্টে প্রথম দিন ব্যাট করতে নেমেই রেকর্ড যশস্বী জয়সওয়ালের। দেশের দ্রুততম ব্যাটার হিসেবে ১০০০ রান করে ফেললেন তিনি। ৯টি টেস্ট খেলে ১০২৮ রান করেন তিনি। ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ডও। সুনীল গাভাসকর ও চেতেশ্বর পূজারার রেকর্ডও ভাঙলেন যশস্বী।
২০১৬-১৭ মরশুমে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে ৬৫৫ রান করেন বিরাট। এবার এই সিরিজে এখনও পর্যন্ত যশস্বীর ব্যাটে ৭১২ রান এসেছে। সর্বোচ্চ রান ২১৪। দুটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করেন যশস্বী। ভেঙে দিলেন দ্রাবিড় ও বিরাটের রেকর্ড। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬০০-এর বেশি রান করলেন যশস্বী।
আরও পড়ুন: হাফসেঞ্চুরি করলেন যশস্বী, রোহিতের সঙ্গে ক্রিজে গিল, ধর্মশালায় ৮৩ রানে পিছিয়ে ভারত
বৃহস্পতিবার প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার সঙ্গে ক্রিজে আসেন যশস্বী। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন যশস্বী। ৫৮ বলে ৫৭ রান করে আউট হন তিনি।