রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। শনিবার সেঞ্চুরি করে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন। রবিবার মাঠে নেমে বিধ্বংসী মেজাজে যশস্বী জয়সওয়াল। আরও একটি রেকর্ড গড়লেন যশস্বী। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০টি ছয় মারলেন তিনি।
ভাইজ্যাগে তাঁর ব্যাট থেকে এসেছিল ২০৯ রানের ইনিংস। তৃতীয় টেস্টে সেই রান পেরিয়ে গেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে ফেললেন সরফরাজ খানও। রবিবার ড্রিঙ্কস বিরতিতে ৪ উইকেট হারিয়ে ৪১২ রান তুলল টিম ইন্ডিয়া।
রবিবার শুভমান গিল রান আউট ফেরেন। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন তিনি। রবিবার নামেন যশস্বী জয়সওয়াল। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে কার্যত দিশেহারা ইংল্যান্ড শিবির। ভাইজ্যাগের পর রাজকোটেও ডাবল সেঞ্চুরি করে আরও একটি রেকর্ড গড়েন যশস্বী। প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি ডাবল সেঞ্চুরি করলেন তিনি।