ইন্দোরে আফগানিস্তানের বিরুদ্ধে ২৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়। টানা ২টি ম্যাচ জিতে সিরিজ ভারতের। বিধ্বংসী ইনিংস যশস্বী জয়সওয়াল ও শিবম দুবের। ১৫০তম ম্যাচে ০ রানে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি ফিরলেন ২৯ রান করে।
এদিন টসে জিতে প্রথম আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় টিম ইন্ডিয়া। গুলবাদিন নাইব ৫৭ রান করেন। স্লগ ওভারে বড় রান তুলে ভারতকে ১৭৩ রানের টার্গেট দেয় আফগানিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ফেরেন রোহিত শর্মা। কিন্তু যশস্বী ক্রিজে দাঁড়িয়ে যান। ৩৪ বলে ৬৮ রান করেন তিনি। ১৬ বলে ২৯ রান করেন বিরাট কোহলি। শিবম দুবে ৩২ বলে ৬৩ রান করে ম্যাচ জিতিয়ে ফেরেন। এদিনও তাঁর সঙ্গী রিঙ্কু সিং। ১৫ ওভার ৪ বলে ম্যাচ শেষ করে আসে টিম ইন্ডিয়া।