অজিদের হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া রোহিত শর্মার দল। আর এবারের ফাইনালে স্বমহিমায় রয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ফলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ফাইনাল ম্যাচে কোহলির সামনে অনেকগুলি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে।
কোন তিনটে রেকর্ড ভাঙতে পারেন ভিকে?
১. রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা
ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে সফল ব্যাটার রাহুল দ্রাবিড়। সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে তাঁর। মোট ৪৬ ম্যাচে ২৬৪৫ রান করেছেন তিনি। সেখানে বিরাট কোহলি ৫৬ ম্যাচে ২৫৭৪ রান করেছেন। ফলে রাহুলকে টপকাতে কোহলির দরকার আর ৭২ রান।
২. ২৩ বছরের খরা
গত ২৩ বছরের মধ্যে আইসিসি ইভেন্টের ফাইনালে কোনও ভারতীয় ক্রিকেটারের শতরান করতে পারেননি । শেষবার ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শতরান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট শতরান করতে পারলে তিনি গত ২৩ বছরের খরা কাটাতে পারবেন।
আরও পড়ুন - সত্যিই বার্সালোনায় ফিরতে চেয়েছিলাম, কিন্তু...কী কারণে বার্সাতে গেলেন না মেসি ?
এই শতরান করলে এটি বিরাটের ৭৬তম সেঞ্চুরি হবে। যা সচিন তেন্ডুলকর ৫৮৭টি ইনিংস খেলার পর করেছিলেন। বিরাট ৫৫৫টি ইনিংসেই করতে সক্ষম হবেন।
৩.নক আউট ম্যাচে সব থেকে বেশি রান
আইসিসির ইভেন্টের নকআউট পর্যায়ে এখনও পর্যন্ত সবথেকে বেশি রানের রেকর্ড রয়েছে রিকি পন্টিংয়ের। ১৮ ইনিংসে ৭৩১ রান করেছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। ১৪ ইনিংসে ৬৫৭ রান করেছেন তিনি। সেখানে বিরাট কোহলি ১৬ ইনিংসে ৬২০। ফলে কোহলির সামনে এই রেকর্ডটিও ভাঙার সুযোগ রয়েছে।