WTC Final: একাধিক রেকর্ডের সামনে কিং কোহলি, কাকে কাকে টপকাতে চলেছেন বিরাট?

Updated : Jun 08, 2023 13:11
|
Editorji News Desk

অজিদের হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া রোহিত শর্মার দল। আর এবারের ফাইনালে স্বমহিমায় রয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ফলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ফাইনাল ম্যাচে কোহলির সামনে অনেকগুলি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে।

কোন তিনটে রেকর্ড ভাঙতে পারেন ভিকে?

১. রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা 

ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে সফল ব্যাটার রাহুল দ্রাবিড়। সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে তাঁর। মোট ৪৬ ম্যাচে ২৬৪৫ রান করেছেন তিনি। সেখানে বিরাট কোহলি ৫৬ ম্যাচে ২৫৭৪ রান করেছেন। ফলে রাহুলকে টপকাতে কোহলির দরকার আর ৭২ রান।

২. ২৩ বছরের খরা
গত ২৩ বছরের মধ্যে আইসিসি ইভেন্টের ফাইনালে কোনও ভারতীয় ক্রিকেটারের শতরান করতে পারেননি । শেষবার ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শতরান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট শতরান করতে পারলে তিনি গত ২৩ বছরের খরা কাটাতে পারবেন। 

আরও পড়ুন - সত্যিই বার্সালোনায় ফিরতে চেয়েছিলাম, কিন্তু...কী কারণে বার্সাতে গেলেন না মেসি ?

এই শতরান করলে এটি বিরাটের ৭৬তম সেঞ্চুরি হবে। যা সচিন তেন্ডুলকর ৫৮৭টি ইনিংস খেলার পর করেছিলেন। বিরাট ৫৫৫টি ইনিংসেই করতে সক্ষম হবেন। 

৩.নক আউট ম্যাচে সব থেকে বেশি রান

আইসিসির ইভেন্টের নকআউট পর্যায়ে এখনও পর্যন্ত সবথেকে বেশি রানের রেকর্ড রয়েছে রিকি পন্টিংয়ের। ১৮ ইনিংসে ৭৩১ রান করেছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। ১৪ ইনিংসে ৬৫৭ রান করেছেন তিনি। সেখানে বিরাট কোহলি ১৬ ইনিংসে ৬২০। ফলে কোহলির সামনে এই রেকর্ডটিও ভাঙার সুযোগ রয়েছে।

WTC 2023

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও