শনিবার ইডেনে নামবে গুজরাত টাইটান্স। গুজরাতের হয়ে তাঁর ঘরের মাঠে পা রাখবেন ঋদ্ধিমান সাহা। এই মাঠেই শুরু করেছিলেন আইপিএল কেরিয়ার। খেলেছেন বাংলার হয়ে অজস্র ম্যাচ। তবে শনিবার ইডেনে নামার আগেই ঋদ্ধি জানিয়ে দিলেন, "ইডেন তাঁর ঘরের মাঠ নয়।"
১৫ বছর বাংলা টিমের হয়ে খেলেছেন ঋদ্ধিমান। ইডেনেই তাঁর কাছে সব কিছু। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে ঋদ্ধি বলেন, "কলকাতায় বাড়ি। এখানে প্রচুর ম্যাচ খেলেছি। কিন্তু এবার ইডেন বিপক্ষের মাঠ। আইপিএলে আমার ঘরের মাঠ মোতেরা। সেখানের সঙ্গে এখানকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।"
ঘরোয়া ক্রিকেটে বাংলা ছেড়ে চলে গিয়েছেন ঋদ্ধিমান। ত্রিপুরার হয়ে খেলেন তিনি। গত ২ জুলাই ইডেন ছাড়েন ঋদ্ধি। গুজরাতের বিরুদ্ধে নামার আগে ঋদ্ধিমান বলেন, "বাংলার সঙ্গে কোনও ইগো ছিল না। থাকার জন্য অনুরোধও করা হয়েছিল। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। বাংলার জন্য সবরকম শুভেচ্ছা। পরিস্থিতি ঠিকঠাক থাকলে ভবিষ্যতে সাহায্য করতে পারি।"