মহিলাদের আইপিএলে (WPL 2023) অপ্রতিরোধ্য মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) । ফের জয়ের ধারা বজায় রাখলেন হরমনপ্রীতরা । গুজরাট জায়ান্টসকে (Gujarat Giants) ৫৫ রানে হারিয়ে টানা ৫ ম্যাচ জিতে নজির গড়ল মুম্বই ইন্ডিয়ান্স । প্রথম দল হিসেবে তারা পৌঁছে গেল প্লে-অফে ।
-চতুর্থ বলেই প্রথম উইকেট হারায় তারা । ম্যাচের হাল ধরেন হরমনপ্রীত কৌর । ঝোড়ো ইনিংশ খেলে ৩০ বলে ৫১ করে দলের স্কোর ১৫০ পার করিয়ে দেন । ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স করে ১৬২ রান। অন্যদিকে, মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় গুজরাটের ইনিংস ।
রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ে ধস নামে গুজরাট শিবিরে । মাত্র ৪৮ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল গুজরাট জায়ান্টসের । মুম্বইয়ের ন্যাট সিভার ব্র্যান্ট এবং হেইলি ম্যাথিউস ৩টি করে উইকেট নিয়েছেন । ২টি উইকেট নিয়েছেন অ্যামেলিয়া কের। পয়েন্ট টেবলে শীর্ষ তিন নিশ্চিত মুম্বইয়ের ।