আইপিএলের (IPL) ধাঁচে ডব্লিউপিএল শুরু করেছিল বিসিসিআই। প্রথম বছরেই বেশ নজর কেড়েছে মেয়েদের প্রিমিয়ার লিগ। গত ৪ মার্চ টুর্নামেন্ট শুরু হয়েছিল। আজ অর্থাৎ রবিবার চলতি মরশুমের ফাইনাল হবে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। এই ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
আইপিএল এর সব থেকে সফল দল হল মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও গত দু বছর ধরে রোহিতদের পারফরম্যান্স একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। চলতি মরশুমে আইপিএল শুরু হতে এখনও দিন কয়েক বাকি।
তার আগেই একবার মাঠে নামতে চলছে মুম্বইয়ের মহিলা দল। ফলে, মনে করা হচ্ছে, আইপিএল শুরুর আগেই ডব্লিউপিএল-এ যদি দিল্লিকে রুখে দিয়ে মুম্বাই ভাল ফল করতে পারে, তাহলে অবশ্যই রোহিতদের চ্যাম্পিয়ন হওয়ার অনুপ্রেরণা জোগাতে পারেন হরমনপ্রীত কৌররা।
আরও পড়ুন - ম্যাচে জোড়া গোল, অভিষেকেই সুপার হিট ক্যাপ্টেন এমবাপে