১০২ রানে অল আউট বিশ্বচ্যাম্পিয়ন ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী সময়ে বিশ্বচ্যাম্পিয়নদের ১৩ রানে হারিয়ে দিল জিম্বাবোয়ে। রোহিত-বিরাট-জাডেজাদের পরবর্তী সময়ে এই সফর তরুণ প্রজন্ম তৈরির। সেই কাজে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ধাক্কা খেল টিম ইন্ডিয়া। শনিবার হারারেতে টস জিতে জিম্বাবোয়েকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শুভমন গিল। প্রথমে ব্যাট করে ১১৫ রান করে জিম্বাবোয়ে। রান তাড়া করতে গিয়ে ১৩ রান দূরে ইতি পড়ল বিশ্বচ্যাম্পিয়নদের ইনিংস।
প্রথম বড় পরীক্ষায় পাস করতে পারলেন না অধিনায়ক শুভমন গিল। পাস করতে পারলেন না এই ম্যাচে অভিষেক হওয়া তিন ভারতীয় ক্রিকেটারও। জিম্বাবোয়ের বিরুদ্ধে রান করতে নেমে অভিষেক ম্যাচেই শূন্য অভিষেক শর্মা। কিছু করার আগেই আউট রিয়ান পরাগ এবং ধ্রুব জুড়েল। এই প্রথম দেশের জার্সিতে রান পেলেন না রিঙ্কু সিংও।
বার্বেডোজে যে শেষ ওভার নিয়ে এখন মোহিত গোটা দেশ। হারারের মাটিতে এই শেষ ওভারে এসে পতন হল বিশ্বচ্যাম্পিয়নদের। জলে গেল রবি বিষ্ণোইয়ের চার উইকেট। বিরাট-রোহিত পরবর্তী ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে চওড়া হল না ওয়াশিংটন সুন্দরের ব্যাট।