সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্য গঠিত হল তিন সদস্যের চিকিৎসকদল। আছেন ডক্টর সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু, সৌপ্তিক পণ্ডা।পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের। উডল্যান্ড হাসপাতাল (Woodland Hospital সূত্রে জানানো হয়েছে সৌরভ এখন স্থিতিশীল। উডল্যান্ডের এমডি ও সিইও ডক্টর রূপালী বসু (Rupali Basu) জানান, মনোক্লোনাল অ্য়ান্টিবডি ককটেল থেরাপি দেওয়া হয়েছে বোর্ড প্রেসিডেন্টকে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার খোঁজ নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতরও। আপাতত তাঁকে কোভিড আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর তাঁকে মঙ্গলবারই ছেড়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছেন চিকিৎসকরা। সৌরভের পরিবার ও স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হাসপাতাল সূত্রে খবর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে সৌরভের নমূনা।
আরও পড়ুন: করোনা আক্রান্ত সৌরভ, ভর্তি হাসপাতালে
এদিকে মহারাজ কেমন আছেন, তা জানতে এদিন খোঁজ নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, সৌরভের শারীরিক অবস্থা নিয়ে খোঁজ করেছে প্রধানমন্ত্রীর দফতরও। পাশাপাশি করোনা আক্রান্ত বোর্ড প্রেসিডেন্টের শারীরিক অবস্থার খবর নিয়েছেন অমিতাভ বচ্চনও।