শ্রীলঙ্কায় শুরু ওয়ানডে সিরিজ। আর এই ওয়ানডে সিরিজে মাঠে নামছেন বিরাট কোহলি রোহিত শর্মা। দলে ফিরছেন কে এল রাহুলও। কোচ গৌতম গম্ভীরের অধীনে T20 সিরিজে শুরুতেই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার প্রথম ওয়ানডে ম্যাচে ডাগআউটে গম্ভীর। মাঠে বিরাট-রোহিত-রাহুল। এই দৃশ্য দেখার অপেক্ষায় মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। কলোম্বোতে প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
প্রথম ওয়ানডে ম্যাচে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। কলোম্বোতে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বাধিক তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। দিনে ৭৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকছে এই ম্যাচে। রাতে সেই সম্ভাবনা বাড়বে ৮৮ শতাংশ। যার ফলে মনে করা হচ্ছে, এই ম্যাচ বৃষ্টিতে পণ্ড হতে পারে।
T20 ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। ক্যাপ্টেন রোহিতের সঙ্গে কোচ গম্ভীরের বন্ডিং কেমন! সূর্যকুমার যাদব যেমন খুব ভাল ভাবেই গম্ভীরের সঙ্গে মানিয়ে নিয়েছেন। বিরাটের সঙ্গে গম্ভীরের সম্পর্কও সব সময়ই চর্চার। গত আইপিএলে যদিও দুই ক্রিকেটারকে একই ফ্রেমে দুবার দেখা গিয়েছে। প্রশংসাও করেছেন পরষ্পরকে। তাই কোচ গম্ভীর ও সিনিয়র ক্রিকেটাদের সমীকরণের উপর অনেক কিছু নির্ভর করছে। এই ওয়ানডে সিরিজেও ছুটিতে ছিলেন বিরাট ও রোহিত। কিন্তু গম্ভীরের অনুরোধেই দলে যোগ দিয়েছেন তাঁরা। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার প্রস্তুতি এখন থেকেই করে রাখতে চাইছেন টিম ইন্ডিয়ার নতুন কোচ।