ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে হারের পর T20 বিশ্বকাপে রোহিত শর্মা অধিনায়ক থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। দক্ষিণ আফ্রিকা সফরে দলঘোষণায় T20 অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। আর ওয়ানডে টিমে অধিনায়ক কে এল রাহুল। সীমিত ওভারের ক্রিকেটেই নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা।
কিন্তু কেন নেই এই দুই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা সফরের দলঘোষণার পর একথা জানিয়েছে বিসিসিআই। কোনও চোট নেই তাঁদের। বিসিসিআই জানিয়েছে, এই দুই ক্রিকেটার সাদা বলের ক্রিকেট থেকে দক্ষিণ আফ্রিকা সফরে বিশ্রাম চেয়েছেন। তাই তাঁদের টেস্ট টিমে রাখা হয়েছে। মহম্মদ শামি চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে নেই।
তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী সফরগুলিতে সূর্যকুমার যাদব যদি ভাল পারফরম্যান্স করেন, তা হলে আগামী বছর T20 বিশ্বকাপে তাঁকেই অধিনায়ক হিসেবে ভাবতে পারবে বিসিসিআই। পাশাপাশি এবার দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন রিঙ্কু সিং-সহ একঝাঁক নতুন তারকা। তাঁদেরকেও ঝালিয়ে নিতে পারবে বোর্ড।