এবার আইপিএলে ডাবল ধামাকা। একই টিমে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া। টিম ইন্ডিয়ার অধিনায়ক ও সহ অধিনায়ক। আগেও তাঁরা একই টিমে খেলেছেন। এই প্রথমবার নয়। রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়নও হয়েছেন হার্দিক। কিন্তু প্রথমবারই গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিয়েই আইপিএল ঘরে তোলার পর ফের মুম্বইয়ে ফেরার সফর সম্পূর্ণ অন্য। এখন আরও অনেক পরিণত হার্দিক। রোহিত ও হার্দিকের এই জুটিতে কি এবার আইপিএলে অপ্রতিরোধ্য হয়ে উঠবে মুম্বই!
তবে প্রশ্ন উঠছে, হার্দিককে টিমে ফেরাতে কেন এত আকূল হয়ে উঠল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিকও বা কেন নিজের হাতে সাজানো বাগান ছেড়ে ফিরলেন ঘরে। তবে কি এবার আইপিএলের পরই অবসর নেবেন রোহিত শর্মা। তাই হার্দিককে টিমে ফিরিয়ে আগে থেকেই নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স।