শ্রীলঙ্কার ক্যান্ডিতে একপাশে জাতীয় নির্বাচক অজিত আগারকর। হঠাৎ করেই সাংবাদিক বৈঠক থেকে পাকিস্তান নিয়ে প্রশ্ন উড়ে এল ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে। তাতেই মেজাজে হারাতে দেখা গেল ভারত অধিনায়ককে।
রোহিতের দাবি, তাঁদের ফোকাসে এখন বিশ্বকাপ। তাতে ভারত-পাকিস্তান একটা ম্যাচ মাত্র। এখন থেকেই এই ম্যাচ নিয়ে ভাবার খুব একটা কিছু নেই। কারণ, দলের প্রত্যেক ক্রিকেটার পেশাদার। তাঁরা জানেন, পরিস্থিতি অনুযায়ী পারফরম্যান্স করতে।
আরও পড়ুন : চমকহীন ভারতের বিশ্বকাপের স্কোয়াড, শ্রীলঙ্কা থেকে সরকারি সিলমোহর
তিনি আরও জানান, এই ধরণের প্রশ্ন ভিত্তিহীন। প্রশ্ন কর্তার বোঝা উচিত কোনও সময়ের প্রেক্ষাপটে এই ধরণের প্রশ্ন করা হচ্ছে। ভবিষ্যতে তিনি এমন প্রশ্নের উত্তর দেবেন না বলেও জানালেন রোহিত। ওয়াকিবহাল মহলের মতে, সচরাসর রোহিতকে মেজাজ হারাতে খুব একটা দেখা যায় না।
তাহলে কি এবার তাঁর মাথায় বিশ্বকাপের চাপ বসে গেল ? কারণ ১২ বছর হয়ে গেল, কিন্তু বিশ্বকাপ ফিরল না ভারতের কাছে।