এই বছরের নভেম্বর মাসে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। এই প্রথম এই সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটি টেস্ট খেলবে ভারত। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। কোন কোন ভারতীয় ব্যাটার এবারের সিরিজে অসি পেস অ্যাটাককে ভোগাতে পারে, তা নিয়ে রোজই আলোচনা চলছে। এরই মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডের কাছে প্রথম দুটি টেস্টের মধ্যে যে কোনও একটিতে না খেলার জন্য ছুটির আবেদন করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে বোর্ডও এখনও পর্যন্ত জানেন না, রোহিতের এই ছুটির পিছনে ব্যক্তিগত কারণের বিষয়টি।
এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ভারত অধিনায়ক তাদের কাছে একটি চিঠি লিখেছেন। যেখানে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। বোর্ডকে লেখা চিঠিতে রোহিত জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্টের মধ্যে যে কোনও একটিতে তিনি খেলবেন না। এর পাশাপাশি ওই চিঠিতে এও উল্লেখ আছে, যদি তাঁর ব্যক্তিগত সমস্যা সিরিজ শুরুর আগেই মিটে যায়, তাহলে তিনি পুরো সিরিজই খেলবেন।
২২ নভেম্বর থেকে পার্থে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। রোহিত যদি না থাকে, তাহলে কী হবে ভারতের টিম কম্বিনেশন। কে দেবেন টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব। প্রাক্তনদের মতে, রোহিতের অনুপস্থিতিতে ভাগ্য খুলতে পারে বাংলার অভিমুন্য ইশ্বরণের। কারণ, তৃতীয় ওপেনার হিসাবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে রাখা হতে পারে।
আর যদি রোহিত পার্থ টেস্ট না খেলেন, তাহলে তাহলে যশস্বীর সঙ্গে ওপেনার হিসাবে তাঁকে দেখা যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে অধিনায়ক রোহিত শর্মার বদলি কে ? কারণ, ঘরের মাঠে সহ-অধিনায়ক রাখার পাঠ অনেকদিন আগেই তুলে দিয়েছে ভারত। তাই বাংলাদেশ এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কোনও সহ-অধিনায়ক নেই।
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সফরে ঋষভ পন্থকে সহ-অধিনায়ক করার কথাই ভাবা হচ্ছে। কারণ, সিনিয়র ক্রিকেটার হিসাবে বিরাট কোহলি থাকবেন। কিন্তু তিনি রোহিতের বদলে নেতৃত্ব দেবেন কীনা, সেটা একটা প্রশ্ন। তাই, নির্বাচকরা এমন কাউকে সহ-অধিনায়ক করতে চাইছেন, যাঁর অস্ট্রেলিয়া সম্পর্কে একটা পুরোপুরি ধারনা রয়েছে।
ফলে, নভেম্বর মাসে অস্ট্রেলিয়া যাওয়ার আগে রোহিতের ছুটির দরখাস্তে হঠাৎ করেই দোলাচলে ভারতীয় ক্রিকেট। তার আগে অবশ্য ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে মাঠে নামতে হবে। তিন টেস্টের সিরিজে ভারতের নেতা রোহিত শর্মাই।