মিলিয়ন ডলার বেবি। আইপিএল মানেই চার-ছয়ের খেলা। আর সেই খেলার তালিকা দেখলে একটু অবাকই হতে হচ্ছে। কারণ, পরিসংখ্যানে দেখা যাচ্ছে একজন ভারতীয় ছাড়া আর কোনও তারকা ক্রিকেটার নেই, যাঁদের ব্যাট থেকে রানের ফুলঝুড়ি ঝড়েছে। আর সেই ভারতীয় হলে শিবম দুবে। যিনি বর্তমানে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার। আইপিএলের স্বপ্ল কেরিয়ারে এই বাঁ-হাতি ওভার বাউন্ডারি মেরেছেন ৭৫টি। আর চার মেরেছেন একটি কম। পঞ্জাবের বিরুদ্ধে এই নজির তৈরি করেছেন শিবম।
তবে শিবমকে বাদ দিলে এই তালিকায় শুধুই ক্যারিবিয়ানদের দাপট। যার শীর্ষে সদ্য প্রাক্তন হওয়া কাইরন পোলার্ড। যিনি পাঁচবার আইপিএল জিতেছেন মুম্বইয়ের হয়ে। ছয় মেরেছিলেন ২২৩টি। চার মেরেছেন পাঁচ কম। তালিকায় নাম রয়েছে কেকেআরের আন্দ্রে রাসেলের। তাঁর ঝুলিতে রয়েছে ১৮৩টি ওভার বাউন্ডারি এবং ১৪৪টি বাউন্ডারির নজির।
এছাড়াও এই তালিকায় রয়েছেন আরও দুই ক্যারিবিয়ান। তাঁদের মধ্যে একজন সিমরন হেটম্যায়ার। যিনি এই আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে তাণ্ডব করেছিলেন। আর আছেন নিকোলাস পুরান। যাঁর ব্যাটে চিন্নাস্বামীতে পরাস্ত হয়েছিলেন বিরাটরা।