মেগা ফাইনালে দুর্ধর্ষ ইনিংস সাই সুদর্শনের। গতবছর থেকেই গুজরাত টিমের গুরুত্বপূর্ণ সদস্য। শুভমান গিলের পর এবার ব্যাটিং স্তম্ভ হয়ে উঠেছেন সুদর্শন।
ফাইনালে ব্যাট করতে নেমে ৪৭ বলে ৯৬ রানের ইনিংস এল। সেঞ্চুরি পেলেন না। তবে ধোনির স্ট্র্যাটেজি একাই ভেঙে দিয়ে বড় চ্যালেঞ্জ রাখলেন তিনি।
তামিলনাড়ুর মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা ক্রিকেটার সুদর্শন। বাবা ও মা দুজনেই জাতীয় স্তরের খেলোয়াড়। বাবা রেলের হয়ে ভলিবল খেলতেন। মা তামিলনাড়ু রাজ্যের প্লেয়ার ছিলেন। মায়ের ইচ্ছেতেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কোভিডের সময় বাড়িতে মায়ের কাছে ট্রেনিং করেছেন। এবার, মাত্র ৮টি ম্যাচ খেলে ৩৬২ রান করেছেন সুদর্শন। ৩টি হাফসেঞ্চুরি এসেছে। ফাইনালে তাঁর ইনিংস মনে রেখে দেবেন সমর্থকরা।