আপাতত বিশ্রাম। আবার সেই ১০ তারিখ। নেপালকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত। এখানেও টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। সুপার ফোরে ভারতের পরের দুটি ম্যাচ ১২ ও ১৫ সেপ্টেম্বর।
তবে প্রতিপক্ষ কারা হবে, তা এখনও ঠিক হয়নি। কারণ, অন্যগ্রুপ থেকে কার সুপার ফোরে যাবে, তা এখনও অনিশ্চিত। আজ মঙ্গলবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। এই ম্যাচের পরেই হয়তো ছবিটা পরিস্কার হতে পারে।
তবে প্রশ্ন হচ্ছে, কোথায় খেলবে ভারত-পাকিস্তান ? গত চব্বিশ ঘণ্টা আগেও শোনা যাচ্ছিল, কলম্বো থেকে ম্যাচ সরে ক্যান্ডি বা ডাম্বুলায় হতে পারে। এখন আবার ম্যাচ তাদের দেশে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দাবি জানিয়েছে পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ড দাবি করেছে, পাকিস্তান তাদের সব ম্যাচ লাহোরে খেলবে।
আরও পড়ুন : নেপালকে হারিয়ে সুপার ফোর, ১০ সেপ্টেম্বর এশিয়া কাপে ফের ভারত-পাক
গত দোসরা সেপ্টেম্বরে ঘটনাকে উদাহরণ দিয়ে পাক বোর্ডের দাবি, শ্রীলঙ্কার যা আবহাওয়ার পরিস্থিতি, তাতে আগামী দিনে সব ম্যাচই ভেস্তে যেতে পারে। তাই তারা চায় পাকিস্তান ঘরে ফিরেই নিজেদের ম্যাচ খেলুক। পিসিবি চাইলেই কী বিসিসিআই চাইবে ?
বোর্ড সচিব জয় শাহ, যিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানও। তিনি জানিয়েছেন, এশিয়া কাপের পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবে না ভারত। এই বক্তব্যের পরেও প্রশ্ন থাকছে। আর তা-হল, আগামী দিনে শ্রীলঙ্কার আবহাওয়ার উন্নতি হবে ? নাকি দোসরা সেপ্টেম্বরের মতো ১০ সেপ্টেম্বরও একই ছবি দেখতে হবে। এক পক্ষ ব্যাট করবে, আর এক পক্ষ বৃষ্টি দেখবে।