আগে থেকে কার্যত ঠিক এশিয়া কাপে শ্রীলঙ্কার ক্যান্ডিতে হবে ভারত-পাক দ্বৈরথ। কিন্তু প্রশ্ন হল কবে ? সূচি ঠিক না হলেও, বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে দোসরা সেপ্টেম্বর হতে পারে এই ম্যাচ।
মুলতান থেকে শুরু হতে পারে এবারের এশিয়া কাপ। আয়োজক পাকিস্তান খেলতে পারে নেপালের বিরুদ্ধে। ১৭ সেপ্টেম্বর ফাইনালের সম্ভাবনা রয়েছে ফাইনালের। ভারত ফাইনাল খেলবে এটা ধরে নিয়েই ফাইনাল শ্রীলঙ্কার মাটিতে রাখা হয়েছে। তবে প্রশ্ন, সরকারি ভাবে সূচি ঘোষণা কবে হবে ?
এই বছর বদলে ফের ৫০ ওভারে এশিয়া কাপ। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টায়। মোট ১৩টি ম্যাচের বেশির ভাগই হবে শ্রীলঙ্কায়। দুটি গ্রুপ করে হবে টুর্নামেন্ট। ভারতের গ্রুপের পাকিস্তান ছাড়াও আছে নেপাল।