ক্রিকেট অনুরাগী ছিলেন পাকিস্তানের প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ (Pervez Musharraf)। ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেননি কখনও। তাঁর আমলে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে ক্রিকেট সৌজন্যতা বজায় ছিল। পাকিস্তানের সিরিজ খেলার সময় মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni Har Style) চুলের স্টাইলের খোলামেলা প্রশংসা করেছিলেন মুশারফ।
২০০৬ সালে পাকিস্তান সফরে যায় টিম ইন্ডিয়া। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সেই ম্যাচ দেখতে আসেন মুশারফ। খেলা শেষের পর তিনি ধোনির চুলের প্রশংসা করে জানান, "যদি আমার পরামর্শ নাও, তো বলব, চুল কেটে ফেলো না। এই চুলেই বেশ ভাল লাগে।" ধোনির আগ্রাসী ব্যাটিংয়েরও প্রশংসা করেন তিনি। সেই ম্যাচে ৪৬ বলে ৭২ রান করেন মাহি।
আরও পড়ুন: ৩৮-এ পা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, পর্তুগাল তারকাকে শুভেচ্ছা অগণিত অনুরাগীর
আন্তর্জাতিক ক্রিকেটে তখন সদ্য একবছর অভিষেক করেছেন মাহি। ধোনির সেই লম্বা চুলের অনুরাগী হয়ে যায় আসমুদ্রহিমাচল। বিদেশেও ধোনির হেয়ারস্টাইল নিয়ে চর্চা চলে। ২০০৫ সালে কেন্দ্রের আমন্ত্রণে ভারতেও ম্যাচ দেখতে আসেন তিনি।