কবে উঠবে পর্দা ? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর তারিখ রহস্য কিন্তু রেখেই দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। মুম্বইয়ে বোর্ড সচিব জয় শাহ জানালেন, সবকিছু ঠিক থাকলে, আগামী বছরের মার্চ থেকে জুন পর্যন্ত হতে পারে আইপিএল। ওয়াকিবহাল মহলের মতে, আগামী বছরের লোকসভা ভোট কবে, সেই দিকে এখনও তাকিয়ে বোর্ড কর্তারা। তাই নির্দিষ্ট করে কোনও তারিখ এদিনও জানাতে পারেননি বোর্ড সচিব। তবে, আগামী বছরের ফেব্রুয়ারি শুরু হবে মেয়েদের আইপিএল।
১৯ ডিসেম্বর দুবাইয়ে হতে চলেছে আগামী মরশুমের আইপিএলের মিনি নিলাম। ১০ দল মালিক এই নিলাম থেকে মোট ৭০ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবেন। সবমিলিয়ে খরচ করতে পারবে ২৬২.৯৫ কোটি টাকা। এই ঘোষণা আগেও করেছিল বিসিসিআই। সবার আগ্রহ ছিল আইপিএল শুরুর দিন নিয়ে।
ওয়াকিবহাল মহলের দাবি, আপাতত নির্বাচন কমিশনের দিকেই তাকিয়ে রজার বিনি, জয় শাহরা। কারণ, যদি ওই সময়ের লোকসভা ভোটের ঘণ্টা বেজে যায়, তাহলে ফের একবার দেশ ছাড়া হতে পারে ভারতীয় ক্রিকেটের মিলিয়ন ডলার বেবি।