হাওয়া অফিসের পূর্বাভাসমতো শনিবার দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ফলে টসে জিতে ফিল্ডিং নিলেও ম্যাচ শুরু হতে এখনও ঢের দেরি। আউটফিল্ড ভেজা থাকায় মাঠে নামতে পারেননি খেলোয়াড়রা। কিন্তু নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় কী ফর্মুলায় ইডেনে হবে কেকেআর বনাম গুজরাতের ম্যাচ?
আইপিএলের নিয়ম অনুযায়ী, তিন ঘণ্টা ২০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করতেই হয়। এর মধ্যেই ইনিংস বিরতি এবং স্ট্র্যাটেজিক টাইম-আউটের টাইমও ধরা থাকে। কিন্তু বৃষ্টির জেরে ম্যাচ বন্ধ হয়ে গেলে কমে আসবে ওভারের সংখ্যা। তবে কমপক্ষে ৫ ওভারের ম্যাচ আয়োজন করতেই হবে। তবে বৃষ্টি হলে অতিরিক্ত ৬০ মিনিট সময় পাওয়া যাবে। তবে এই পরিস্থিতিতে কত ওভারের ম্যাচ আয়োজন করা যায়, তা নির্ধারণ করবেন আম্পায়াররা।
আরও পড়ুন- Gujarat Titans vs KKR: ঘরের মাঠে বাদ উমেশ ও জেসন, টসের পর বৃষ্টিতে থমকে খেলা