WTC Final 2023 : ভরত না ইশান ? চার পেসার নাকি দুই স্পিনার ? ওভালে ভারতীয় একাদশ ঘিরে শুধুই ধোঁয়াশা

Updated : Jun 07, 2023 09:42
|
Editorji News Desk

আর কয়েকঘণ্টা। তারপরেই বিশ্ব টেস্টের ফাইনালে টস করতে নামবেন দুই অধিনায়ক। কিন্তু বাকি সময়ের মধ্যেও চলছে ভারতের প্রথম একাদশ ঘিরে জল্পনা। কারণ, ম্যাচ শুরুর আগের সাংবাদিক বৈঠকে প্রথম একাদশ সম্পর্কে ধোঁয়াশা রেখে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাই, চার পেসার নাকি দুই স্পিনার ? উইকেটের পিছনে ভরত নাকি ইশান ? কোন কম্বিনেশনে মাঠে নামবে ভারতীয় দল, তা নিয়ে চলছে বিরাট জল্পনা। তবে, ইঙ্গিত যা, তাতে ইশানেই ভরসা করতে পারেন ভারত অধিনায়ক। আর যদি বাইশ গজে ঘাস রয়ে যায়, তাহলে শামি-সিরাজ-উমেশের সঙ্গী হতে পারেন শার্দুল। প্রশ্ন তখন কাকে বসানো হবে, অশ্বিন নাকি জাডেদা কে ? 

প্রাক্তনদের দাবি, অতীতে যাই হোক না কেন, এই দলে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের খেলা বাধ্যতামূলক। কারণ, ইংল্যান্ডের মাটিতে যদি টেস্ট জিততে হয়, তাহলে এই দুই ক্রিকেটারের উপরেই ভরসা করতে হবে রোহিতকে। কারণ, পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের আবহাওয়ায় বিরাট ব্যাট কোনও দিনই কথা বলেনি। তাই শুভমনকে নিয়ে ওপেন করতে নেমেও রোহিতকে ভরসা করতে হবে পূজারা এবং রাহানের উপরেই। 

তবে ঝুঁকি হয়ে যেতে যদি এই টেস্টে অশ্বিনকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, অস্ট্রেলিয়া দলে একাধিক বাঁ-হাতি ব্যাটার। আর শেষ বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট ছিল অশ্বিনের ঝুলিতে। ফলে একটা ফাইনাল, সঙ্গে অনেক সমীকরণ। তাই ওভালের আকাশ যেমন খবর, তেমনই খবর ভারতের প্রথম একাদশ। 

WTC Final 2023

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও